Hello Friends
নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করবো, ২৫ টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর প্রশ্নোত্তর এর পিডিএফ ,| আপনারা সবাই জানেন বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় General Science বা সাধারণ বিজ্ঞান এই টপিকটি থেকে কিছু না কিছু প্রশ্ন অবশ্যই আসে, তাই আজকে এখানে সাধারণ জ্ঞান থেকে ২৫ টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো|
সুতরাং সময় অপচয় না করে তালিকাটি মুখস্থ করে নিন এবং নিচের দেওয়া লিংক থেকে সম্পূর্ণ পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন একদম বিনামূল্যে|
১) ফুরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল
২) ফ্রানসিয়াম সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল (রেডিও আক্টিভ মৌল)
৩) সাধারণত সিজিয়াম সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক স্থায়ী মৌল
৪) সিলভার সবচেয়ে উত্তম বিদ্যুৎ পরিবাহক
৫) অধাতুর মধ্যে গ্রাফাইট সবচেয়ে ভালাে বিদ্যুৎ পরিবাহক
৬) ক্লোরিনের ইলেক্ট্রন আফিনিটি সবচেয়ে বেশি
৭) প্লাটিনাম হােয়াইট গােল্ড নাম পরিচিত।
৮) আস্টার্টিন পৃথিবীর সবচেয়ে বিরল মৌল
৯) অক্সিজেন পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়
১০) নাইট্রোজেন বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায়
১১) পেট্রোল = তরল সােনা
১২) গােল্ড, প্লাটিনাম, মার্কারি ও সিলভারকে নােবেল মেটাল বলে
১৩) লিথিয়াম সবচেয়ে হালকা মৌল
১৪) রেডন সবচেয়ে ভারী গ্যাস
১৫) লিথিয়াম সবচেয়ে শক্তিশালী বিজারক পদার্থ
১৬) atom বােম্ব এ নিক্লিয় বিভাজন ঘটে
১৭) হাইড্রোজেন বােম্ব এ নিক্লিয় সংযােজন ঘটে
১৮) পােলােনিয়ামের সবচেয়ে আইসােটোপ আছে (২৭)
১৯) আয়রন সালফাইড কে ফুলস গােল্ড বলে
২০) কার্বনের সবচেয়ে বেশি ক্যাটিনেশন ধর্ম দেখা যায়
২১) মার্শ গ্যাসে সবচেয়ে বেশি পরিমানে থাকে মিথেন গ্যাস
২২) মিথাইল আলকোহােলকে উড আলকোহােল। উড ন্যাপথা/ উড স্পিরিট বলে
২৩) ১০ % এসিটিক অ্যাসিডকে ভিনিগার বলে
২৪) গ্রাফাইটকে পেন্সিল লেড বলে
২৫) ক্যালসিয়াম সিনামাইডকে নাইট্রোলিম সার বলে
Click Here To Download Now
পোস্ট টি ভালো লেগে থাকলে বন্ধু দের সাথে প্রচুর পরিমানে শেয়ার করুন | এই ধরণের নোটস পেতে আমাদের ওয়েবসাইট এ ডেইলি ভিসিট করুন
No comments:
Post a comment