Bengali Gk Pdf,Competitive Exam Related Bengali Pdf Free Download,Latest Bengali Gk,Current Affairs

Breaking

Friday, 13 March 2020

25+ Important Bengali Gk Pdf Part-1| Wbcs,Railway, Psc Exam Related Important Bengali Gk Pdf|২৫ টি গুরুত্বপূর্ণ বাংলা জিকে পিডিএফ
বন্ধুরা আপনারা সকলেই কম্পিটিটিভ এক্সাম এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর সেই প্রস্তুতি টাকে আরও মজবুত করার জন্য আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর |
এই প্রশ্নগুলি আপনাকে PSC ও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন-Wbcs, Ssc, Rail, Group D তে উত্তীর্ণ হতে প্রচুর সাহায্য করবে|তাই আর দেরি না করে নিম্নে আলোচিত প্রশ্ন গুলি খুব ভালো করে খুঁটিয়ে পড়ুন |
১) সংবিধানের ২৩ নং ধারায় কি বলা আছে- মানুষ পাচার নিষেধকরণ
২) NaCl কে জলে দ্রবীভূত করলে প্রতিটি Na + এর চারপাশে থাকবে - H2o অণুগুলাে
৩) ঋকবেদে কোন যুদ্ধের কথা বলা আছে - দশ রাজার যুদ্ধ
৪) কোন মুঘল বাদশাহের সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত - জাহাঙ্গীর
৫) চালের জলে (মাড়ে) থাকে- শ্বেতসার
৬) সালােকসংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে- গ্লকোজ
৭)ডেঙ্গু রজার জীবাণু বহন করে - এডিস মশা
৮) ক্যালসিয়াম কার্বোনেট এ ক্যালসিয়ামের শতকরা মাত্রা - ৪০৯) সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে - ধােলাভিরা
১০) কোন শহরটি তৃতীয় ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে - আবু ধাবি।
১১) কোন দেশটির সাথে ভারতের স্থল সীমান্ত নেই - কোনওটি নয়।
১২) হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত - লাদাখে
১৩) গােয়েন্দা গােন্দার স্রষ্টা কে - নলিনী দাস
১৪) ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে- বাংলাদেশের
১৫) লতা মঙ্গেশকরের আসল নাম কি ? হেমা
১৬) স্টেফি গ্রাফ কোন দেশের হয়ে অলিম্পিকে স্বর্ণ পদক জেতেন-পশ্চিম জার্মানি
১৭) লন টেনিস খেলায় এইমুহূর্তে কে শীর্ষস্থানে রয়েছেন নােভাক জোকোভিচ
১৮) আনা ফ্রাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন- ডাচ
১৯) নামচা বারােয়া থেকে কোন যদি ভারতে প্রবেশ করেছে - ব্রহ্মপুত্র
২০) স্টেইনলেস স্টিলে থাকে- নিকেল ক্রোমিয়াম।
২১) রােহিঙ্গা উপজাতি মায়ানমারের প্রদেশের আদি বাসিন্দা-কাচিন
২২) অস্কারের জন্য মনােনীত হয়েছে - গালি বয় 50
২৩) কোন চিত্রপরিচালকের জন্মশতবর্ষ এই বছরে পালিত হচ্ছে - সত্যজিৎ রায়
২৪) কোন রাজ্যে LGBT সম্প্রদায়ের জন্য বিশেষ আদালত হয়েছে - কেরালা
২৫) গােটিপুয়া কোন রাজ্যের নৃত্য - ওড়িশা


বন্ধুরা আশা করছি আপনারা উপরের সবকয়টি প্রশ্ন খুব ভালো ভাবে পরে নিয়েছেন |অফলাইনে পড়ার জন্য নিচের দেওয়া লিংক থেকে পিডিএফ ফাইল টি এখনই সংগ্রহ করে নিন

              Click Here To Download Now


 পোস্ট টি ভালো লেগে থাকলে অতি অবশ্যই বন্ধু দের সাথে শেয়ার করুন|এই রকম পিডিএফ পেতে ডেইলি আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন|

No comments:

Post a comment