নমস্কার বন্ধুরা
আজকে তোমাদের সাথে আলোচনা করবো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর,যেগুলি প্রায়শই বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ এসে থাকে| তাই বন্ধুরা একটুও আর সময় বিলম্ব না করে এখুনি প্রশ্নোত্তর গুলির Revised দিয়ে দিন|
১) কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? উডসের ডেসপাচ
২) বারদাউলি আন্দোলনের নেতা-বল্লভ ভাই প্যাটেল
৩) ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে - ৫ টি
৪) সােমাসিলা বাঁধ - অন্ধ্রপ্রদেশ
৫) জাতীয় উৎপাদন বাজারদরে এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসেবের তফাং - অপ্রতক্ষ্য কর
৬) কোন রাশিটি ভেক্টর? কৌণিক ভরবেগ
৭) পটাসিয়াম পারমাঙ্গানেট - জারক
৮) কিরু জলবিদ্যুৎ প্রকল্প - জম্মু কাশ্মীর
৯) গদর শব্দের অর্থ- বিপ্লব।
১০) পশ্চিম দিনাজপুর ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর হয় - ১৯৯২ সালে
১১) গরিবি হটাও -ইন্দিরা গান্ধী।
১২) আদি ঋক বৈদিক যুগে দুটি প্রতিনিধিমূলক সমাবেশ - সভা ও সমিতি
১৩) IFFA এ গােল্ডেন JUBILEE ২০১৯ পেলেন- রজনীকান্ত
১৪) কাঁকরাপার পারমাণবিক কেন্দ্র - সুরাটা
১৫) জন, আরিস, জোসেফ তিন ভাই কে ছােট - জোসেফ
১৬) অক্সিজেন অনুকে আবদ্ধ করতে পারে - লাল রক্তকণিকা
১৭) বিজয়নগর সাম্রাজ্যে আমদানি হতাে- অশ্ব
১৮) জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা- মুহাম্মাদ আলী
১৯) তুমি দৌড় প্রতিযােগিতায় দ্বিতীয় জন কে অতিক্রম করলে তুমি কোন স্থানে আছে- দ্বিতীয়
২০) CARTOSAT 3 উৎক্ষেপণ হলাে-শ্রীহরিকোটা থেকে
২১) ট্রাইনের প্রথম যুদ্ধ - ১১৯১ সালে
২২) রাজ্যসভার সভাপতি - ভারতের উপরাষ্ট্রপতি
২৩) শিক্ষক দিবস- ৫ই সেপ্টেম্বর
২৪) এলপিজি এর মিশ্রনে থাকে প্রােপেন ও বিউটেন
২৫) ইংরেজরা ভারতে প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন- সুরাটে
উপরের প্রশ্ন গুলি খুঁটিয়ে পড়া হয়ে গেলে এখুনি এর পিডিএফ ফাইল টিও ডাউনলোড করে নিন নিচের দেওয়া লিংক থেকে যাতে করে আপনি অবসর সময়ে অফলাইনে এ পড়তে পারেন
Click Here To Download Now
পোস্ট টি ভালো লেগে থাকলে বন্ধু দের সাথেও শেয়ার করুন, এই রকম পোস্ট পেতে ডেইলি আমাদের ওয়েবসাইট এ ভিসিট করুন |
No comments:
Post a comment